কেরানীগঞ্জে ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাংয়ের ১৬ জনকে আটক করেছে সেনাবাহিনীর টহল দল। বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।
সারাদেশে কিশোর গ্যাং কালচার ভয়াবহ আকার ধারণ করেছে। দেশজুড়ে ছিনতাই, চুরি, ডাকাতি, জমি দখল, চাঁদাবাজি, ইভটিজিং, ধর্ষণ এবং খুনখারাবি ইত্যাদি অপরাধের ঘটনা অহরহ ঘটছে। উঠতি বয়সের স্কুল-কলেজগামী কিশোরদের একটি অংশ লেখাপড়া ছেড়ে দিয়ে এসব কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে।